কোরানিক এরিনা সিলেটের ২০২২ সালের বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কোরানিক এরিনা’র বার্ষিক পরীক্ষা’র ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার নগরীর শিবগঞ্জ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মো.কামরুল ইসলাম, ডীন, স্কুল অফ লাইফ সাইন্স।কোরআনিক এরিনা’র প্রিন্সিপাল এইচ এম আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানি,প্রধান উপদেষ্টা, কোরানিক এরিনা। মোহাম্মদ হাবিবুর রহমান সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ মুরারিচাঁদ কলেজ, সিলেট। কোরানিক এরিনা’র চেয়ারম্যান আলীমুল এহছান চৌধুরী, আব্দুল্লাহ সোহেল আল মাদানি, ইমাম টি,এম,আই মসজিদ বার্মিংহাম, যুক্তরাজ্য। কোরানিক এরিনার সেক্রেটারী সালেহ আহমদ তারেক। এসময় উপস্থিত ছিলেন, কোরানিক এরিনা’র শিক্ষক হাফিজ জাকারিয়া, হাফিজ আব্দুল হক, হাফিজ উবাইদ আহমেদ, হাম্মাদি হুসাইন, তাসনিম আহমদ
চৌধুরী ও হাফিজ জিয়া প্রমুখ। অনুষ্ঠানে ভালো ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কামরুল ইসলাম বলেনপৃথিবীতে একমাত্র আল কোরআনের শিক্ষা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। কোরআনের শিক্ষা ছাড়া দুনিয়া ও আখেরাতে কল্যাণ পাওয়া যাবে না। কোরআনে হাফিজ এর পিতা-মাতাকে মহান আল্লাহ তায়ালা কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবেন। তাই আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এর চেয়ে মূল্যবান কোন শিক্ষা আকাশের নিচে আর জমিনের উপরে আর আর নেই।

Top