তবে ঢাকায় আওয়ামী লীগের সম্মেলন আর রংপুরে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এই দুই শহরে কোনো কর্মসূচি বিএনপির পক্ষ থেকে পালন করা হয়নি। ত্রিশে ডিসেম্বর ঢাকায় এ গণমিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপি বলছে, পঞ্চগড়ে সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আবদুর রশিদ এবং তিনি জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক।

শনিবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির মিছিল বের হলে পুলিশ বাধা দেয় এবং এরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে গুলি ছুঁড়তে বাধ্য হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পুলিশ সুপার সিরাজুল হুদা।

ওদিকে ঢাকা থেকে দলটির সিনিয়র নেতারা গিয়ে দেশের বিভিন্ন জায়গায় গণমিছিল ও সমাবেশগুলোতে যোগ দিয়েছেন।

দলটির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান খুলনায় ও কুমিল্লায় সমাবেশে নেতৃত্ব দিয়েছেন নজরুল ইসলাম খান।

(সংবাদ উৎস: BBC – বাংলা )