জিএসসি’র কর্মকর্তাদের আর্থিক অনিয়ম, সালিশকারী প্যাট্রনদের সুপারিশ ও নির্দেশনা বাস্তবায়ন না করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা !অভিযোগ এনে সংবাদ সম্মেলন

বৃটেনের বাঙালি কমিটির বৃহত্তম সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে, (জিএসসি)’র কর্মকর্তাদের আর্থিক অনিয়ম, সালিশকারী প্যাট্রনদের সুপারিশ ও নির্দেশনা বাস্তবায়ন না করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা (ভোটিং ডেলিগেট) ও আজ্ঞাবহ কমিশন দিয়ে পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ নির্বাচন পরিচালনার অভিযোগ এনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচন বয়কট করা করেছেন মাসুদ আহমদের নেতৃত্বাধীন অংশ।
২৪ জানুয়ারি পূর্ব লন্ডনের প্রেসক্লাব অফিসে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক পদে প্রার্থী ড. মুজিবর রহমান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন
চেয়ারপার্সন পদ – প্রার্থী মসুদ আহমেদ, ট্রেজারার পদ-প্রার্থী মিসেস হেলেন ইসলাম ,ও জিএসসির সাবেক জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর,

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিএসসি’র পেট্রন ড. হাসনাত এম হোসাইন এমবিই,
পেট্রন কে এম আবু তাহের চৌধুরী, ফাউন্ডার্স ট্রেজারার মাহিদুর রহমান, জিএসসির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, সাবেক উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, জামাল হোসেন, কদর উদ্দিন, আব্দুর রহিম রনজু,রেজাউল করিম সিপার, নুরুল ইসলাম, গিয়াস উদ্দিন, মাওলানা রফিক আহমদ, আহবাব হোসেন,
মুজিবুর রহমান, রকিবুর রহমান, এ বি রুনেল, শেখ সুমন তরফদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Top